ঠাকুরগাঁওয়ে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর ঠাকুরগাঁওয়ের একটি আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, হরিনারায়নপুর এলাকার আবু তাহেরের ছেলে মাহাবুব (৩২) ও মদন আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান। নিহত রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিনারায়ণপুর আদর্শ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।‌

পুলিশ ও স্থানীয়  জানায়, হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রতিবেশী সুজনের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়া চালানোর জন্য বের হয়। প্রতিদিনের মতো রাত ৮টার দিকে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন রাকিবকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবা খবর পায়, তাকে ওইদিন বিকেল ৬টার দিকে রাহুল নামে এক ব্যক্তি জেলা সদরের স্টেশন রোড থেকে ভগতগাজীতে নিয়ে গেছেন।

সেখানে যাওয়ার পর কিশোর রাকিব ও যাত্রী রাহুলকে আটক করে রাখে এলাকাবাসী। পরে রাহুলকে না ছাড়লেও রাকিবকে তারা ছেড়ে দেয়। তারপরেও রাকিব বাড়ি যায়নি।

পরদিন ১৯ আগস্ট সকালে খবর পাওয়া যায় রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রাকিবের বাবা ও অটোরিকশা মালিক সুজন আলী স্থানীয়দের নিয়ে অটোটি উদ্ধার করে।

তবে পরিবারের অভিযোগ, রাহুলসহ আরও বেশ কয়েকজন মিলে রাকিবকে কৌশলে অটোরিকশাসহ অপহরণ করে এবং তাকে অজ্ঞাতস্থানে আটক করে অটোরিকশা ও ব্যাটারি বাঁশঝাড়ে ফেলে চলে যায়। এ ঘটনার পর আজ তার মরদেহ আখ ক্ষেতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *