টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ইজতেমা ময়দান। ময়দানে কিংবা ময়দানের আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে হকারদের লক্ষ্য রাখতে হবে। তারা ব্যাগে কিংবা ঝুঁড়িতে কি নিয়ে আনে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হবে। হকার যাতে ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। জিএমপি কমিশনার আরও বলেন, বিদেশি খিত্তায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর রয়েছে। মুসল্লিদের সেবায় বেশ কিছু সড়ক–মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে। এরমধ্যে ভগড়াবাইপাস, ধউর, তিনশ’ফিট এলাকায় সড়কে সকাল ৬টা থেকে গাড়ি ডাইভারড করে দেওয়া হবে, যাতে করে যান চলাচল মুক্ত থাকবে। এতে করে মুসল্লিরা পায়ে হেঁটে ময়দানে আসতে পারে। শনিবার সকাল ১০টায় ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জিএমপি কমিশনার।
read more